অনেকেই এই মুহূর্তে ই-কমার্স ওয়েবসাইট বানাতে চাইছেন। কিন্তু বিভিন্ন আইটি কোম্পানি থেকে বিভিন্ন বাজেট শুনে দ্বিধায় পরে সিদ্ধান্ত নিতে পারছেন না।
বর্তমানে ই-কমার্স ওয়েবসাইট বানানোর জন্য অনেক মাধ্যম রয়েছে। যেমন WordPress – woo commerce, opencart, Magento e-commerce, PrestaShop, ইত্যাদি হচ্ছে ওপেন সোর্স প্ল্যাটফর্ম… তার মধ্যে wordpress এর সাপোর্ট সহজলভ্য হওয়ায় এর মাধ্যমে সাইট তৈরি ও রক্ষণাবেক্ষণ খরচ সবচেয়ে কম… কিন্তু একটি ই কমার্স সাইট এর অনেক অনেক বৈশিষ্ট্য থাকে… যে প্ল্যাটফর্ম এর বৈশিষ্ট্য বেশি তার ওজন(size) ও বেশি, যার জন্য Magento এর ২ টি version আছে একটি ওপেন সোর্স community version অন্য টি enterprise version যার লাইসেন্স এর মূল্য অনেক বেশি, ২০১৮ তে adobe Corporation Magento $1.68B দিয়ে কিনে নেয়। বিশ্বের অনেক বড় বড় ব্র্যান্ড এ প্ল্যাটফর্ম ব্যবহার করে… Barger Opencart এর প্ল্যাটফর্ম ব্যবহার করে…
এখন কথা হচ্ছে সবাই daraz, chaldal এর মত প্ল্যাটফর্ম চায় যা তারা শুরু তে একটি প্ল্যাটফর্ম দিয়ে শুরু করে পরে কাস্টমারদের ভালো অভিজ্ঞতা দেয়ার জন্য অনেক অভিজ্ঞ developer দিয়ে নিজস্ব প্ল্যাটফর্ম বানিয়ে নিয়েছে… যার খরচ কয়েক লক্ষ টাকা হবে… যদি টেকনোলজি এর দিক দিয়ে বলি, chaldal এর ফ্রন্ট এন্ড এ react js দিয়ে তৈরি করা এবং এর জন্য কতটুকু কোড লোড হওয়া প্রয়োজন ততটুকু রেখে optimized করে বানানো হয়েছে যাতে খুব দ্রুত সাইট লোড হয় এবং অর্ডার করতে পারে… এবং এর সিকিউরিটি এর জন্য ব্যাক এন্ড বা সার্ভার সাইড অ্যাপ্লিকেশন আলাদা সার্ভারে হোস্ট করা…
এখন একজন developer আপ্নার সাইট বানানোর জন্য তার যে সময় দেবে সে ওই অনুযায়ী আপনাকে বাজেট দিবে… যদি সে ২ দিন এ সাইট বানায় দিবে বলে তাহলে বুঝতে হবে সে wordpress এ woo commerce এর রেডি theme দিয়ে করে দিবে আর না হলে তার কাছে আগে থেকে বানানো অ্যাপ্লিকেশন আপনাকে অফার করবে, তবে অ্যাপ্লিকেশন টি তার নিজের বানানো হলে এর শ্রম বেশি হওয়া স্বাভাবিক তাই মূল্য টাও বেশি হতে পারে…
আর আপনি যদি নিজের চাহিদা অনুযায়ী custom অ্যাপ্লিকেশন বানাতে চান তাহলে সবার আগে তাতে কি কি সুবিধা থাকবে তা নিশ্চিত করে নিন… এতে যে ডেভেলপমেন্ট করবে তার তৈরি করার জন্য যে সময় প্রয়োজন তার একটা ধারণা দিতে সুবিধা হবে… এবং সে অনুযায়ী বাজেট অফার করতে পারবে…
তবে বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে সাইট হোস্টিং সার্ভার এর খরচের কথা মাথায় রেখে cpanel হোস্টিং ই বেশির ভাগ সময় ব্যবহার করে… কিন্তু যাদের কাস্টমার অনেক তারা load balancing server বা cloud server ব্যবহার করে থাকেন যা ইউজ এর উপর ভিত্তি করে প্রতি মাসে বিল হয়…
এছাড়াও e-commerce সাইটের পাশাপাশি এর maintenance খরচ ও আছে, সাইটের performance check kora, SEO করা, প্রোডাক্ট আপলোড, প্রোডাক্ট এর ছবি design করা, customer interests research করে categories highlight করা প্রমোশন banner বানানো ইত্যাদি এর পিছনে অনেক দক্ষ শ্রম প্রয়োজন… এর মাধ্যমে একটি মানসম্পন্ন সাইট বানানো যায়….
আর মানসম্পন্ন সাইট না হলে কাস্টমার সেই সাইট গুলোতে অর্ডার করার ইচ্ছা হারিয়ে ফেলে… তাই ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন আপনি কিভাবে শুরু করতে চান এবং এর জন্য আপ্নার সঠিক বাজেট বরাদ্দ আছে কিনা …
উপরের তথ্য গুলো আমার ব্যাক্তিগত মতামত, কোনো ভুল হলে কমেন্ট এ জানাবেন…
-আবীর চৌধুরী
UI/UX designer and Software Engineer
Source: https://www.facebook.com/groups/eeCAB/permalink/3206058329412580
0 Comments