পেয়ে গেলাম ই-পাসপোর্ট (রি-ইস্যু এবং নতুন)
অনলাইনে ফর্মটি নির্ভুলভাবে পূরন করে ব্যাংকে/বিকাশ টাকা জমা দিয়ে দিন, ফর্মে যেই টাকা দেখাবে সেটিই দিন,MRP থেকে E passport এ কনভার্ট করাতে কোন এক্সট্রা/ফাইন দিতে হবেনা রি-ইস্যুতে।
ডকুমেন্টসঃ
রিনিউঃ
১। NID ফটোকপি সাথে মুল কপিটাও নিয়ে যেতে হবে।
২। পুরাতন পাসপোর্ট এর ফটোকপি সাথে মুল কপিটাও নিয়ে যেতে হবে।
৩। অনলাইন ফর্ম ১ কপি। বারকোড যাতে আসে।
৪। অনলাইন এপয়েন্টমেন্ট যেটা মেইল এ আসছে ওইটার প্রিন্ট কপি।
নতুনঃ
১। NID ফটোকপি সাথে মুল কপিটাও নিয়ে যেতে হবে।
2। অনলাইন ফর্ম ১ কপি। বারকোড যাতে আসে।
3। অনলাইন এপয়েন্টমেন্ট যেটা মেইল এ আসছে ওইটার প্রিন্ট কপি।
4। ঠিকানা যাচাই এর জন্য ইউটিলিটি বিল।
5। পেশা প্রমাণ এর জন্য ডকুমেন্ট ।
ডকুমেন্ট সত্যায়িত লাগবেনা, রি ইস্যুতে পুলিশ ক্লিয়ারেন্স লাগবেনা। কত টাকা লাগবে, কোন ব্যাংক টাকা নেয় সব তথ্য ওয়েবসাইটে পাবেন।
৪০১ নম্বর রুমে গিয়ে (আগারগাঁও) সিরিয়াল নিয়ে ক্লিয়ারেন্স নিয়ে ৪০৩ থেকে ছবি তোলার কাজ শেষ করে চলে আসুন ডেলিভারি রিসিট নিয়ে।
রিইস্যু পাসপোর্ট আমি ১৪টি কর্মদিবসের মধ্যে পেয়েছি এবং নতুন পাসপোর্ট আমি ১৭টি কর্মদিবসের মধ্যে পেয়েছি|
এর বিস্তারিত নিয়ে আমার ২টি ভিডিও আছে সকল ডিটেইলস সহ, দেকতে পারেন যদি কারো উপকার হয়
ভিডিও ১ঃ কিভাবে ই-পাসপোর্ট করবেন, কিভাবে ই-পাসপোর্ট এর জন্য অনলাইন এ পেমেন্ট করবেন, ই-পাসপোর্ট এর পেমেন্ট অনলাইনে না নিলে কি করবেন অনলাইনে দেয়ার জন্য, কিভাবে ই-পাসপোর্ট এর জন্য এপয়েন্টমেন্ট নিবেন, কিভাবে ই-পাসপোর্ট এর এপয়েন্টমেন্ট বাতিল করবেন, কিভাবে ই-পাসপোর্ট এর এপয়েন্টমেন্ট পুনরায় নিবেনঃ https://youtu.be/0hiZ2p2HpEs
ভিডিও ২ঃ কীভাবে এবং কোথায় ই-পাসপোর্ট জমা দিতে হবে, ই-পাসপোর্ট প্রয়োজনীয় ডকুমেন্টস, এসবি যাচাই প্রক্রিয়া (কোন ঘুষ ছারা), ই-পাসপোর্ট বিতরণঃ https://youtu.be/KNjzkubxxFI
ই-পাসপোর্ট সংক্রান্ত প্রশ্ন থাকলে কমেন্ট করুন, আমি উত্তর দেয়ার চেষ্টা করবো ধন্যবাদ
How Submit E-Passport | E-Passport Required Documents |SB Verification| E-Passport Delivery|No Bribe Part 2: https://youtu.be/KNjzkubxxFI কিভাবে ই-পাসপোর্ট করবেন, কিভাবে ই-পাসপোর্ট এর জন্য অনলাইন এ পেমেন্ট করবেন, ই-পাসপোর্ট এর পেমেন্ট অনলাইনে না নিলে কি করবেন অনলাইনে দেয়ার জন্য, কিভাবে ই-পাসপোর্ট এর জন্য এপয়েন্টমেন্ট নিবেন, কিভাবে ই-পাসপোর্ট এর এপয়েন্টমেন্ট বাতিল করবেন, কিভাবে ই-পাসপোর্ট এর এপয়েন্টমেন্ট পুনরায় নিবেন, How to make e-passport, how to pay online for e-passport, how to do it online if e-passport is not paid, how to make an appointment for e-passport, how to cancel an e-passport appointment, how to E-passport appointment again,
How and where to Submit E-Passport E-Passport Required Documents SB Verification Process (No Bribe) E-Passport Delivery কীভাবে এবং কোথায় ই-পাসপোর্ট জমা দিতে হবে ই-পাসপোর্ট প্রয়োজনীয় ডকুমেন্টস এসবি যাচাই প্রক্রিয়া (কোন ঘুষ নেই) ই-পাসপোর্ট বিতরণ
0 Comments