We have a great opportunity to work with ESHO SOCHETON HOI SOCIETY (ESHOI) for Design and Develop their website.
এসো সচেতন হই সোসাইটি সামাজিক সচেতনতামূলক একটি আন্দোলন। এর সংক্ষিপ্ত নাম এসই। লেখক ও সমাজকর্মী মোঃ মাজহারুল ইসলাম ‘নয় মূর্খতা চাই সচেতনতা’ এই শ্লোগানকে সামনে নিয়ে ২০১৫ সালে ‘এসো সচেতন হই সোসাইটি’ প্রতিষ্ঠা করেন। তিনি মনে করেন, ডিজিটাল এই যুগে আমরা একদিকে যেমন ব্যস্ত হয়ে পড়েছি অন্যদিকে আমরা অনেকে অনেক কিছু গভীরভাবে বিশেষ করে দৈনন্দিন বিষয় সম্বন্ধে জানার বা বুঝার চেষ্টা থেকে নিজেকে বিরত রাখছি। এটাকেও তিনি আমাদের এক ধরণের মূর্খতা মনে করছেন। আমাদের দেশে বিভিন্ন রোগ সম্বন্ধে সঠিক ধারণা অনেকেরই জানা নেই। আর এই না জানার কারণে বিভিন্ন ধরণের নেতিবাচক মন্তব্য করে বসেন অনেকেই। যার প্রভাব পুরো সমাজেই এসে পড়ে। এসই প্রথম দিকে শুধু রোগ সম্বন্ধে বিশেষ করে ডায়াবেটিস কুসংস্কার নিয়ে কাজ শুরু করে ছিল। তিনি মনে করেন, ডায়াবেটিস সম্বন্ধে আমাদের অজ্ঞতা ডায়াবেটিস রোগীর উপর বোঝাস্বরুপ। তাই ‘ডায়াবেটিস একজনের জানা দরকার সকলের’ এই নীতিকে সামনে রেখে তিনি বিভিন্ন প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের হল এবং পাবলিক প্লেসে সমাজকর্মের নীতি অনুসরণ করে ডায়াবেটিস সমচতনতামূলক বিভিন্ন ব্যানার প্রদর্শন এবং নিজে সচেতনতামূলক আলোচনা করে আসছেন।